ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুন থেকে কর্ণফুলীতে চালু হবে ওয়াটার বাস

প্রকাশিত: ০৯:৩২, ৯ মার্চ ২০১৯

 জুন থেকে কর্ণফুলীতে চালু হবে ওয়াটার  বাস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন অপারেট আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের প্রায় ৩০টি ফ্লাইট। কিন্তু সড়ক পথে বিমানবন্দরে যেতে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। কারণ, নগরীর দেওয়ানহাট থেকে আগ্রাবাদ ও ইপিজেড হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কে অসহনীয় যানজট লেগেই থাকে। বিদেশগামী যাত্রীদের যাতায়াতে ভোগান্তি লাঘবে কর্ণফুলীতে চালু হতে যাচ্ছে ওয়াটার বাস। বিকল্প এই পথ সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী জুন মাসেই জলপথে দ্রুতগামী এই ট্রান্সপোর্ট চালু হচ্ছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ৪টি ওয়াটার বাস নির্মাণের জন্য ড্রাইডকের সঙ্গে চুক্তি হয়েছে। ড্রাইডকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এগুলো নির্মাণ করছে। প্রধানত বিমানবন্দর অভিমুখী যাত্রীদের অল্প সময়ের মধ্যে পৌঁছে দিতেই এই ব্যবস্থা। কর্ণফুলী নদী পথে ১৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওয়াটার বাসগুলো যাত্রীদের বিমানবন্দরের কাছাকাছি এলাকায় নিয়ে যাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক জনকণ্ঠকে জানান, ওয়াটার বাস চালুর লক্ষ্যে সদরঘাটের সী রিসোর্সেস কোম্পানির পাশে টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। ড্রাইডক লিমিটেডকে এ দায়িত্ব দেয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে সেখানে লাগেজ চেকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা করবে কাস্টমস কর্তৃপক্ষ। ওয়াটার বাস চলবে সদরঘাট থেকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট পর্যন্ত। এই পথটুকু সড়ক পথে অতিক্রমে কয়েক ঘণ্টা সময়ও লেগে যায়। ওয়াটার বাস চালু হলে সে সময় কমে আসবে। জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, দ্রুতগতির চারটি ওয়াটার বাস নির্মাণ করা হচ্ছে, যা বিমান যাত্রীদের মাত্র ২০ মিনিটের মধ্যে পতেঙ্গা পৌঁছে দেবে। সাধারণ গতির জাহাজে এটুকু পথ যেতে প্রায় একঘণ্টা সময় লাগে। কিন্তু বিশেষায়িত ওয়াটার বাসের গতি হবে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার। প্রতিটি বাসে ধারণক্ষমতা থাকবে ৩০ জনের। উল্লেখ্য, পতেঙ্গায় অবস্থিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে দৈনিক প্রায় ৩০টি ফ্লাইট ওঠানামা করে।
×