ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে কাটাখালী খাল দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশিত: ০৯:৩২, ৯ মার্চ ২০১৯

 ফকিরহাটে কাটাখালী খাল দখল করে স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার ওপর দিয়ে প্রবাহমান সদ্য খননকৃত পানার খাল ময়লা আবর্জনা ফেলায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। স্থানীয় দোকানদার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ ফেলে এবং খালের দুইপাশের্^ অবৈধ স্থাপনা নির্মাণ করে জবরদখল করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পানি সরবরাহ না থাকায় আগামী বর্ষা মৌসুমে সেখানে ৫ গ্রামে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে। জানা গেছে, গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার পানার খাল পুনর্খনন করেন। খালটি পুনর্খনন করার ফলে বাগেরহাটের সদর উপজেলার ষাটগুম্বুজ রাখালগাছি খানপুর ও পিলজংগ ইউনিয়নের সকল পানি এই পানার খাল দিয়ে প্রবাহিত হতো।
×