ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ঢাকা কমার্স কলেজ’ দেশসেরা বেসরকারী কলেজ নির্বাচিত

প্রকাশিত: ০৯:৩১, ৯ মার্চ ২০১৯

 ‘ঢাকা কমার্স কলেজ’  দেশসেরা বেসরকারী  কলেজ নির্বাচিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৭-এ ঢাকা কমার্স কলেজ জাতীয় পর্যায়ে সেরা বেসরকারী কলেজ নির্বাচিত হয়েছে। একই সঙ্গে ঢাকা অঞ্চলের সেরা ১০টি সরকারী-বেসরকারী কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক-মডেল কলেজ প্রকল্পের ৫টি কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে এই কলেজ। ২ মার্চ ২০১৯ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির কাছ থেকে সেরা কলেজের পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ২০১৯ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং ২০১৭’ ঘোষণা করেন। র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা কমার্স কলেজের অর্জিত স্কোর ৬১.৮৪। -বিজ্ঞপ্তি
×