ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটাগামী পর্যটক বাস

থামছে না পৌরটোলের নামে চাঁদাবাজি

প্রকাশিত: ০৯:৩১, ৯ মার্চ ২০১৯

 থামছে না  পৌরটোলের নামে  চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ মার্চ ॥ মাত্র এক পক্ষকাল আগে দুই যুবককে পর্যটকের বাস থামিয়ে পৌরটোলের নামে ১৫০ টাকা করে চাঁদাবাজির দায়ে পুলিশ গ্রেফতার করেছিল। মাত্র তিন/চারদিন থেমে ছিল। পুলিশী অভিযান চললে বন্ধ হয়। পুলিশ চলে গেলে ফের শুরু হয়। যেন অদম্যভাবে চলে কুয়াকাটাগামী পর্যটকের বাস থামিয়ে চাঁদাবাজি। কলাপাড়ায় মহাসড়কের শেখ কামাল সেতুর উত্তরপাড়ের সংযোগ সড়কে প্রকাশ্যে এসব চলছে পৌরসভার রশিদ দিয়ে চাঁদাবাজি। পুলিশ শুক্রবার দুপুরে গ্রেফতার করে রুবেল নামের এক যুবককে। যেন আটকানো দায়। দূরপাল্লার পর্যটকবাহী বাসগুলোর যেন নিস্তার নেই এ চাঁদাবাজি থেকে। শুক্র-শনিবার বাসের ভিড় থাকে প্রচুর। তাই এ দুই দিন থাকে এ চক্রের মোক্ষম টার্গেট। স্থানীয় এমপি অধ্যক্ষ মহিবুর রহমান মহিব স্পষ্ট বলেছেন মহাসড়কে যাকে চাঁদা তোলার সময় পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে। এরপরে পুলিশও আন্তরিকভাবে নজরদারিতে রেখেছে এদের। কিন্তু যেন ঠেকানো দায়। আর এদের কারণে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। রাজশাহী থেকে আমানউল্লাহ পরিবহনের একটি ও ফালগুনি পরিবহনের একটি দুইটি বাস রিজার্ভ কুয়াকাটায় এসেছে। চালক শাহআলম জানান, কলাপাড়া শহরে বাস থামিয়ে কলাপাড়া পৌরসভার রশিদ (৫৭২,৫৭৩) দিয়ে দুই শ’ টাকা পৌরটোল রাখা হয়েছে।
×