ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গফরগাঁও উপজেলা প্রকৌশলীকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৯:৩০, ৯ মার্চ ২০১৯

 গফরগাঁও উপজেলা  প্রকৌশলীকে  পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৮ মার্চ ॥ মেয়াদ উত্তীর্ণ ঠিকাদারি কাজের চুক্তি বাতিল করায় গফরগাঁওয়ের উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেনের ওপর ঠিকাদার তার লোকজন লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে তিনি মাথায় ও চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। এ সময় ট্রেনযাত্রীরা এগিয়ে এলে এ যাত্রায় প্রাণে রক্ষা পান তিনি। বর্তমানে তিনি ঢাকার লায়নস চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। গফরগাঁও উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উপজেলার লংগাইর ইউনিয়নের ‘মাইজ বাড়ি নামা লংগাইর রোড ভায়া উঠিয়া বাজার’ পর্যন্ত ৫ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ২০১৬ সালে টেন্ডার প্রক্রিয়া শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সঙ্গে চুক্তি করে ঢাকার এলিফ্যান্ট রোডের মেসার্স জামান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজটি ৯ মাস মেয়াদের মধ্যে শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাথমিক কিছু কাজ ছাড়া গত তিন বছরেও কাজটি শেষ করেনি। প্রায় ১ কিলোমিটার সড়কের মাটি খুঁড়ে ফেলে রাখায় বর্ষাকালে পানি জমে স্থানীয় লোকজন চরম দুর্ভোগের শিকার হন। এ অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ঠিকাদারি প্রতিষ্ঠানকে অফিসিয়ালি ৮-১০ বার চিঠি দিলেও ঠিকাদার কাজটি সমাপ্ত করেনি। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উদ্যোগে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরেজমিন তদন্ত করে ঠিকাদারের কাজের পরিমাণ নির্ণয় ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান কনস্ট্রাকশনের সঙ্গে করা চুক্তিটি বাতিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেসার্স জামান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ঠিকাদার জামান উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেনকে অশালীন গালাগালসহ ক্ষতি করার হুমকি দেয়। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন তিস্তা একপ্রেস ট্রেন থেকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামার সঙ্গে সঙ্গে মেসার্স জামান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ঠিকাদার জামানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা করে লোহার রড, লাঠি দিয়ে বেদম পেটায়। এতে প্রকৌশলী তোফাজ্জল হোসেন ডান চোখে ও মাথায় গুরুতর জখম হন। পরে স্টেশনে থাকা যাত্রীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে লায়নস চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, চুক্তিটি বাতিল করার পর থেকেই মেসার্স জামান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ঠিকাদার জামান আমাকে গালাগালসহ বড় ক্ষতি করার হুমকি দিচ্ছিল। স্টেশনের যাত্রীরা না সাহায্য করলে ওরা আমাকে মেরেই ফেলত।
×