ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জাপুরে মারামারির ঘটনায় সেনা সদস্য নিহত

প্রকাশিত: ০৯:২৯, ৯ মার্চ ২০১৯

 মির্জাপুরে মারামারির  ঘটনায় সেনা  সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৮ মার্চ ॥ মির্জাপুরে মারামারির ঘটনায় আজিজুল মিয়া নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভুগ গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আজিজুলের পিতার নাম আব্দুর রউফ। আজিজুল বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। এ ঘটনায় বিল্লাল মাতাব্বরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বুধবার রাত নয়টায় এক দোকানের সামনে নিহত আজিজের ছোট ভাই রাসেলের সঙ্গে একই গ্রামের সুবেদার বাক্কী মোল্লার ছেলে কামরুলের সঙ্গে মারামারি হয়েছিল। সেই ঘটনার বিচার হওয়ার কথা ছিল শুক্রবার। এদিকে মেয়ের অসুস্থতার কারণে আজিজ ১০ দিনের ছুটিতে ঢাকা আসেন। তার নিজ বাড়ি দেওভুগ গ্রামে তার ছোট ভাইয়ের সঙ্গে একই গ্রামের অন্য এক ব্যক্তির সঙ্গে মারামারির ঘটনা শুনে শুক্রবার সকালে ঢাকা থেকে গ্রামে যান আজিজ। কামরুল ও বিল্লালের লোকজন আজিজকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আজিজকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে দুপুরের পর সেখানে আজিজের মৃত্যু হয়। মির্জাপুর থানা পুলিশ খবর পেয়ে আজিজের লাশ থানায় নিয়ে আসে।
×