ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে উদীচীর সম্মেলন

প্রকাশিত: ০৯:২১, ৯ মার্চ ২০১৯

  ঠাকুরগাঁওয়ে উদীচীর সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ মার্চ ॥ সময়ের ভ্রান্তিতে টলোনা-লড়াইটা কখনই ভুলোনা -এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের অষ্টম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সংগঠনের কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিশিষ্ট সাংবাদিক আখতার হোসেন রাজা। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন। উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সম্পাদক মন্ডলীর সদস্য হালিমা নূর পাপন, জেলা সংসদের সাধারণ সম্পাদক অমল টিক্কু, সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক ফিরোজ আমিন সরকার প্রমুখ।
×