ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু ও ছাত্রসহ নিহত ৬

প্রকাশিত: ০৯:১৮, ৯ মার্চ ২০১৯

 শিশু ও ছাত্রসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ বাগেরহাটে ট্রাকের সঙ্গে বনভোজনের গাড়ির সংঘর্ষে দুই যাত্রী, শেরপুরে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন, পটুয়াখালীতে শিশু, চুয়াডাঙ্গায় আরোহী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বাগেরহাট ॥ বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বনভোজনের গাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৪ যাত্রী। শুক্রবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহ.) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মকবুলের ছেলে গরীব উল্লাহ (৪০) ও কাশেমের ছেলে কিবরিয়া (২২)। আর রিয়াজের ছেলে বছির (৪০), মোহর আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৫) এবং আরিফুল (২২) আহত হয়েছেন। হতাহত সবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে। তারা কুষ্টিয়ার গড়াই পরিবহনের একটি বাসে ষাটগম্বুজ, খানজাহান আলী (রহ.) মাজার ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বাগেরহাট আসছিলেন। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, বাগেরহাটগামী একটি বাস মাজার মোড়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরীব উল্লাহ নামে এক যাত্রী নিহত হন। আহত হন আরও ৫ জন। তাদের মধ্যে কিবরিয়া ও বছিরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কিবরিয়া মারা যান। অন্য আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। পরিবহনটির যাত্রী লাল্টু আহমেদ বলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণীর শেখপাড়া থেকে আমরা ৫৫ জন বাগেরহাটের খানজাহান (রহ.) মাজার ও ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ দেখতে ও পিকনিক করতে গড়াই পরিবহনে রাতে রওনা হই। বাগেরহাট খানজাহান (রহ.) মাজারের কাছে আমাদের পরিবহনটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে আমাদের পরিবহনের দুজন যাত্রী নিহত হয়েছেন। শেরপুর ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী তাজেল (১৬) ও চান মিয়া (৫৫) নামে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার কানাশাখোলার বটতলা বাজারে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাজেল মারা যায়। সে ছনকান্দা গ্রামের দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। অপরদিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কের সন্ন্যাসীভিটায় বৃহস্পতিবার রাতে অটোরিক্সার চাপায় চান মিয়া নামে এক পথচারী নিহত হন। তিনি পাঁচগাঁও ডহরিয়াপাড়া গ্রামের মৃত কুদরত আলী মাস্টারের ছেলে। জানা যায়, শুক্রবার সকালে নিহত তাজেল তার দুই বন্ধু পাবেল ও রাসেলকে নিয়ে মোটরসাইকেলযোগে শেরপুর যাচ্ছিল। পথে কানাশাখোলা বটতলা বাজার এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজেল মারা যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে দুই বন্ধুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে যাওয়ার পথে সন্ন্যাসীভিটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিক্সা চান মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি মারা যান। পটুয়াখালী ॥ পটুয়াখালী-বরিশাল সড়কের শিয়ালীবাজারের কাছে নৈশকোচ বেপারী পরিবহনের ধাক্কায় পথচারী দশ বছরের শিশু মিরাজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা খালাত ভাই মোঃ শাহাদৎ (২০)। তাকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে আটটায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপারী পরিবহনের যাত্রবাহী নৈশকোচ শিয়ালীবাজার অতিক্রমকালে রং সাইডে ডান পাশে দাঁড়ানো দুই পথচারীর ওপর উঠিয়ে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে শিশু মিরাজ ঘটনাস্থলেই মারা যায়। তার খালাত ভাই শাহাদৎ গুরুতর আহত হলে তাকে বরিশাল পাঠানো হয়। নিহত মিরাজ খলীসাখালী গ্রামের বশির সিকদারের ছেলে এবং স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। ঘটনার সময় তারা শিয়ালী থেকে সাইকেলযোগে খলীসাখালী যাচ্ছিল। চুয়াডাঙ্গা ॥ দামুড়হুদা উপজেলার কলাবাড়ি ভাইমারা খালের পাশে বালিভর্তি ট্রাকের চাপায় রজব আলী (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রজব আলী কলাবাড়ি গ্রামের মরহুম রবজেল শেখের ছেলে । দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম জানান, রজব আলী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ভাইমারা খালের কাছে পৌঁছলে বালিভর্তি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। ট্রাকটি জব্দ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×