ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা রেলের যৌবন ফিরিয়েছেন ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৬, ৯ মার্চ ২০১৯

 শেখ হাসিনা রেলের যৌবন ফিরিয়েছেন ॥  রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রেলপথমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তার পরিকল্পনা ও নির্দেশনায় সারাদেশে রেল যোগাযোগ ছড়িয়ে দেয়া হবে। মন্ত্রী আরও বলেন, বিএনপির সময় রেলকে রসাতলে নিয়ে যাওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকার রেলের যৌবন ফিরিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ইন্দোনেশিয়া হতে আমদানিকৃত ১৪০ কিলোমিটার বেগে চলতে পারবে এমন রেলকোচ পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খন্দকার শহিদুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জয়দুল ইসলাম পার্বতীপুর লোকোমেটিভ কারখানার সিএক্স মুহাম্মদ কুদরত-ই-খুদা প্রমুখ।
×