ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধিকার নারীকেই আদায় করে নিতে হবে ॥ শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৩, ৯ মার্চ ২০১৯

 অধিকার  নারীকেই আদায় করে  নিতে হবে ॥  শ্রম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা শহীদ হাদিস পার্কে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক খুলনা রেঞ্জ ও কেএমপির যৌথভাবে এই কর্মসূচী আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেছেন, নারীদের অধিকার নারীদেরই আদায় করে নিতে হবে। নারীর ক্ষমতায়নে সরকার ভিত রচনা করেছেন। কর্মক্ষেত্রে নারীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে যাচ্ছে বর্তমান সরকার। পুরুষের পাশাপশি নারীরা আজ সমান তালে এগিয়ে যাচ্ছে। কেএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, সিটিএসবির বিশেষ পুলিশ সুপার মোছাঃ রাশিদা বেগম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ডেপুটি পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন, মহিলা কাউন্সিলর মোছাঃ লুৎফুন নেছা, মহিলা শ্রমিকলীগের সভাপতি নাসরিন আক্তার, মহিলা আইনজীবী সমিতির সভাপতি এবং জাতীয় মহিলা সংস্থার সাধারণ সম্পাদক প্রমুখ। স্বাগত জানান খুলনা আর আর এফ এর কমান্ড্যাট মোছাঃ তাসলিমা খাতুন।
×