ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টে রিট ॥ ফুলবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০৯:১৩, ৯ মার্চ ২০১৯

 হাইকোর্টে রিট ॥ ফুলবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ হাইকোর্টে রিটের কারণে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীন সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল জামাল হোসেন, কুড়িগ্রাম ৫ উপজেলার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান এবং অবশিষ্ট ৪ উপজেলার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিবসহ উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার পর এই এলাকার অধিবাসীদের পার্শ্ববর্তী তিন ইউনিয়নের সঙ্গে ভাগ করে দেয়া হয়। এখানকার জনগণ এতদিন আলাদা ইউনিয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। এজন্য ওই এলাকার উত্তর কামালপুর গ্রামের শরীফ উদ্দিন গত ৬ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এরই প্রেক্ষিতে হাইকোর্ট স্তগিতাদেশ আদেশ দিয়েছেন বলে জানান এ্যাডভোকেট ফারহানা আবেদীন।
×