ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা ॥ রোবট দর্জি

প্রকাশিত: ০৯:৩৪, ৮ মার্চ ২০১৯

নতুন গবেষণা ॥ রোবট দর্জি

সরু সুচের মুখে সুতা ঢোকানো চাট্টিখানি বিষয় নয়। সবার সামনে এই কঠিন কাজ দিব্যি করে দেখিয়েছে ‘এক্সআর-১’ রোবটটি। কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার রোবটটি ক্লাউড প্রযুক্তির সাহায্যে অনলাইন থেকে তথ্য সংগ্রহ করে কাজ করতে পারে। মানুষের মতো হাত দিয়ে ধরতে সক্ষম রোবটটি তৈরি করেছে ক্লাউডমাইন্ডস। এতে রয়েছে সেন্সর ও ওয়াইফাই সুবিধা। স্মার্ট ঘড়িটিতে স্বাস্থ্য তথ্য স্মার্ট ঘড়িটিতে কল করার পাশাপাশি ছবি বা ভিডিও দেখা যাবে। ৪ ইঞ্চি ওলেড স্ক্রিনের ডিভাইসটি কাজে লাগিয়ে মোবাইলে অর্থ পরিশোধের পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন তথ্যও মিলবে। ছবি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরাও। ‘নুবিয়া আলফা’ নামের স্মার্টফোনটির দেখা মিলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। দাম পড়বে ৫১০ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি
×