ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে ৩৯ লাখ শেয়ার উপহার দেবে আলিফের পরিচালক

প্রকাশিত: ০৯:১৪, ৮ মার্চ ২০১৯

স্ত্রীকে ৩৯ লাখ শেয়ার উপহার দেবে আলিফের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ আজিমুল ইসলাম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আজিমুল ইসলাম ৩৯ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৭৩৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ৩৯ লাখ শেয়ার আজিমুল ইসলামের স্ত্রী নাবিলা সালামের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখিত শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন পদ্ধতির বাইরে উপহার হিসেবে প্রদান করা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আজিমুল ইসলাম তার স্ত্রীকে শেয়ার হস্তান্তর করতে পারবেন। উল্লেখ্য, আলিফ ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের মধ্যে ৪৫.৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। আর ১১.৯৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২.৫০ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার আইডিএলসির স্পট মার্কেটে লেনদেন শুরু রবিবার শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন রবিবার থেকে স্পট মার্কেটে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার লেনদেন ১০ থেকে ১১ মার্চ পর্যন্ত স্পট মার্কেটে হবে। স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেটের কারণে ১২ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×