ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আড়াই মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৯:১২, ৮ মার্চ ২০১৯

শেয়ারবাজারে আড়াই মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারে টাকার পরিমাণে লেনদেন কমেছে। দিনটিতে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। জানা গেছে, ডিএসইতে ৪৯১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ডিএসইতে দুই মাস ১১ দিন অর্থাৎ বা ৪৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর যা বৃহস্পতিবারের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি টাকার। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৮ পয়েন্টে। তবে অপর দুই সূচক দিনটিতে কমেছে। ডিএসই শরিয়াহ সূচক ০.৬৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৩ বা ১৯৯০ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি প্রতিষ্ঠান। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির বা ৪৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪১টির বা ৪১ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির বা ১৪ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ২০ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ডাচ-বাংলা ব্যাংক এবং ১৭ কোটি ৫৭ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে প্রিমিয়ার ব্যাংক। ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডিকম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, কাট্টালি টেক্সটাইল, গ্রামীণফোন এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
×