ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিস্তল নিয়ে বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন, সাসপেন্ড ১

প্রকাশিত: ১৩:০৪, ৭ মার্চ ২০১৯

পিস্তল নিয়ে বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন, সাসপেন্ড ১

বিডিনিউজ ॥ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তল নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের নিরাপত্তা তল্লাশি পেরিয়ে যাওয়ার ঘটনায় একজনকে সাময়িক বরখাস্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। বরখাস্ত হওয়া ব্যক্তির নাম ফজলার রহমান। তিনি মঙ্গলবার দুপুরে সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। চট্টগ্রামে যাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তখন তার সঙ্গে অস্ত্র ছিল। ফ্লাইটে ওঠার আগে অন্তত দুই দফায় নিরাপত্তা তল্লাশি পার হতে হয়। বিমানবন্দরে ঢুকতেই দেহ তল্লাশির পাশাপাশি সঙ্গের ব্যাগ-লাগেজ স্ক্যানারে পরীক্ষা করার নিয়ম। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলছেন, ‘বিমানবন্দরের স্ক্যানারেই ইলিয়াস কাঞ্চনের অস্ত্র থাকার বিষয়টি ধরা পড়ে। সেখানে নিরাপত্তা ব্যবস্থায় কোন ধরনের সমস্যা থাকার প্রশ্নই আসে না।’ তিনি জানান, ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×