ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শপথ নেয়ার সিদ্ধান্ত পাল্টালেন মোকাব্বির

প্রকাশিত: ১২:৩৬, ৭ মার্চ ২০১৯

শপথ নেয়ার সিদ্ধান্ত পাল্টালেন মোকাব্বির

বিডিনিউজ ॥ দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে এমপি হিসেবে শপথ নিতে চান জানিয়ে স্পীকারকে চিঠি দিলেও শেষ মুহূর্তে পিছু হটলেন মোকাব্বির খান। গণফোরাম থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বুধবার বলেছেন, বৃহস্পতিবার তিনি শপথ নিচ্ছেন না, দলের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন তিনি। মোকাব্বির না গেলেও গণফোরাম থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মোঃ মনসুর বলেছেন, তিনি বৃহস্পতিবার শপথ নিতে যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন। একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হন সুলতান মনসুর। মোকাব্বির গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে বিজয়ী হন। ওই আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় বিএনপির সমর্থন পেয়েছিলেন তিনি। ভোট ডাকাতির অভিযোগ তুলে জাতীয় ঐক্যফ্রন্ট জানায়, তাদের জোট থেকে বিজয়ী আট জন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। এর মধ্যেই সুলতান মনসুর ও মোকাব্বিরের চিঠি পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় দুজনের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। তার একদিন আগেই সিদ্ধান্ত বদলানোর কথা জানালেন গণফোরামের সভাপতিম-লীর সদস্য মোকাব্বির। তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমি এলাকার জনগণের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার উপস্থিতিতে গণফোরামের দলীয় সিদ্ধান্ত হয়েছে- ৭ মার্চ শপথ না নেয়ার। এজন্য আমি তারিখ পাল্টিয়েছি।’ বৃহস্পতিবার শপথ না নিলেও ‘একেবারেই শপথ নেবেন না’ এমন কথা বলছেন না মোকাব্বির। তিনি বলেন, ‘পরে সুযোগ সুবিধা অনুযায়ী দলীয় ফোরামে আলোচনা করে শপথের দিন-তারিখ ঠিক করব।’
×