ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকার দক্ষিণে ৯ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে আজ

প্রকাশিত: ১২:৩৪, ৭ মার্চ ২০১৯

ঢাকার দক্ষিণে ৯ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-খুলনা মহাসড়কের কাজের জন্য পাইপলাইন স্থানান্তর করায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা ঢাকার দক্ষিণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস বলছে ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীন চুনকুটিয়া, কেরানীগঞ্জ এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য টাই ইন কাজের জন্যে ৯ ঘণ্টা চুনকুটিয়া, সুভাঢ্যা, হাসনাবাদ, ইকুরিয়া, মিরেরবাগ, পার-গে-ারিয়া, কালীগঞ্জ ও এর আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্প গ্রাহক আজমত আলী পেপার্স মিলসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে তারা জানায়। তিতাসের পরিচালক (অপারেশন) মোঃ কামরুজ্জামান জানেন, ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এই কারণে এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
×