ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোঃ ফজলুর রহিম রিমন

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

প্রকাশিত: ১২:০৬, ৭ মার্চ ২০১৯

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

শিক্ষক, ধানমণ্ডি আইডিয়াল স্কুল জিগাতলা, ঢাকা-১২০৯। মোবাইলঃ ০১৬৮০৫৫১৬৫৪ ই-মেইলঃ [email protected] বিসমিল্লাহির রাহমানির রাহিম সু-প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা রইল। আজ থাকছে “ঞ” ছকে খতিয়ান প্রস্তুত নিয়ে আলোচনা। “ঞ”ছকে খতিয়ান প্রস্তুতের সময় মনে রাখতে হবে এখানে মোট কলামের সংখ্যা ৮ টি। বাম দিকে ৪ টি কলাম ও ডান দিকে ৪ টি কলাম থাকে। বাম দিককে বলা হয় ডেবিট পাশ ও ডান দিককে বলা হয় ক্রেডিট পাশ। শিক্ষার্থী বন্ধুরা নিন্মের লেনদেনগুলোর সাহায্যে “ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব” প্রস্তুত করা হলো। জনাব নঈম ২০১৬ ইং সালের ১লা মে নগদ ১,৫০,০০০ টাকা ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু“করেন। মে মাসে তার প্রতিষ্ঠানটির অন্যান্য লেনদেন নিন্মরূপ: মে ২, নগদে পণ্য ক্রয় করা হলো ২০,০০০ টাকা। মে ৫, বিক্রয় ৩৪,০০০ টাকা। মে ৭, শিমুলের নিকট হতে ১,০০,০০০ টাকার পণ্য ৭.৫% বাট্টায় ক্রয় করা হলো। মে ১০, আবরারের নিকট ৫০,০০০ টাকার পণ্য ২.৫% বাট্টায় বিক্রয় করা হলো। মে ১৫, সাদমানকে বেতন বাবদ পরিশোধ ১০,০০০ টাকা। ব্যাখ্যাঃ- এখানে ২ ও ৭ তারিখের লেনদেনে ক্রয় হিসাব জড়িত, তাই উক্ত তারিখের সাহায্যে ক্রয় হিসাব তৈরি করা হলো। বিবরনের ঘরে সর্বদা বিপরীত হিসাব লিখতে হয়।“ঞ” ছকে দুই পাশের টাকার ঘর তুলনা করে যে পাশ ছোট সেই পাশে মাসের শেষ তারিখে ব্যলেন্স সি/ডি (দুই পাশের টাকার পার্থক্য) লিখতে হয়। আর যে পাশ বড় সেই পাশের নিচের দিকে পরবর্তী মাসের ১ তারিখে ব্যলেন্স বি/ডি লিখতে হয়। ব্যাখ্যাঃ- এখানে ৫ ও ১০ তারিখের লেনদেনে বিক্রয় হিসাব জড়িত, তাই উক্ত তারিখের সাহায্যে বিক্রয় হিসাব তৈরি করা হলো।
×