ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একক অভিনয় উৎসব শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ১১:৫৯, ৭ মার্চ ২০১৯

একক অভিনয় উৎসব শেষ হচ্ছে আজ

সংস্কৃতি ডেস্ক ॥ ‘হে প্রেম, হে বহ্নিশিখা’ শিরোনামে একক অভিনয় নাট্য উৎসব শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এই উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চ সারথী আতাউর রহমান, নাট্যজন লিয়াকত আলী লাকী। সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি কামাল বায়েজিদ ও আইটিআই-বাংলাদেশ কেন্দ্রের সেক্রেটারি দেব প্রসাদ দেবনাথ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্য উৎসব উপদেষ্টা কমিটির সদস্য সেলিনা খালেক। এই নাট্য উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা সমিতি, সার্বিক সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এইবারই প্রথম বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এই ধরনের একক অভিনয় উৎসবের আয়োজন করে। এই উৎসবে অংশগ্রহণ করে- মণিপুরি থিয়েটার (হবিগঞ্জ), ঢাকা থিয়েটার, ধ্রুপদী এ্যাক্টিং স্পেস, বাংলাদেশ থিয়েটার, স্বপ্নদল, শব্দ নাট্যচর্চা কেন্দ্র ও নান্দীমুখ (চট্টগ্রাম)। এই নাট্য উৎসব বিপুল প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রচুর দর্শক সমাগমের মধ্যদিয়ে বিগত ছয়দিন অতিবাহিত হয়েছে। সমাপনী দিনে নান্দীমুখ পরিবেশন করবে নাটক- আমার আমি । ‘আমার আমি’ ইতিহাস আশ্রিত একটি নাট্য। ইতিহাসের চরিত্রকে উপজীব্য করে নির্মিত হয়েছে এর নাট্যকাহিনী। বাংলা রঙ্গালয়ের প্রবাদপ্রতিম অভিনেত্রী শ্রী মতী বিনোদিনী দাসীর আত্মজীবনীই এই নাট্যের কাহিনী বিন্যাস। নাট্য পরিকল্পনা ও নির্দেশনা অসীম দাশ এবং একক অভিনয়ে দীপ্তা রক্ষিত।
×