ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনের পথেই হাঁটছে বিজিএমইএ

প্রকাশিত: ১১:৩৬, ৭ মার্চ ২০১৯

নির্বাচনের পথেই হাঁটছে বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমঝোতা নাকি নির্বাচন? বেশ কিছুদিন হল এমন গুঞ্জন তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচন নিয়ে। তবে এবার নতুন পরিচালনা পর্ষদ গঠনে প্রায় পাঁচ বছর পর নির্বাচনের পথেই হাঁটছে সংগঠনটি। বড় দুই জোট-সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে প্যানেল ঘোষণা করেছে। অন্যদিকে প্রথমবারের মত আলাদাভাবে প্যানেল দিয়েছে স্বাধীনতা পরিষদ। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। প্রায় পাঁচ বছর পর সংগঠনটিতে আবারো নির্বাচনের আমেজ। এরই মধ্যে ৩৫টি পরিচালক পদে ৫৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনে সমঝোতা করেছে বড় দুই জোট-সম্মিলিত পরিষদ ও ফোরাম। দুই জোটের যৌথ প্যানেল নেতা মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রয়াত বিজিএমইএ সভাপতি ও মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। অন্যদিকে বিজিএমইএ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নতুন জোট স্বাধীনতা পরিষদ। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ডিএসএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। বর্তমান সভাপতির মতে, পোশাক খাতকে এগিয়ে নিতে হলে শুধু পরিচালনা পর্ষদ নয় সব ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই এগোতে হবে। বর্তমান পরিচালনা পর্ষদ ২০১৫ সালে গঠন হলেও পরবর্তীতে তিন দফায় প্রায় ১৯ মাস মেয়াদ বাড়ানো হয়। নির্বাচন হবে আগামী ৬ এপ্রিল।
×