ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

প্রকাশিত: ১১:৩৩, ৭ মার্চ ২০১৯

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন পতনে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন উত্থান শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, উভয় শেয়ারবাজারে বুধবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণে লেনদেনও উভয় শেয়ারবাজারে কমেছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৫১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৩ ও ১৯৯৩ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৬ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩৩ শতাংশের, কমেছে ১৮০টির বা ৫২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির বা ১৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির ৩৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৯৬ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে সিঙ্গার বিডি এবং ২১ কোটি ৫ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ আলিফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফরচুন, ডাচ-বাংলা ব্যাংক এবং এসকে ট্রিম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাক্টরিজ। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বা ৯ টাকা ৫০ পয়সা কমেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৮৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২১ বারে ৫ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৪ লাখ ৬৪ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পিইটি। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৭ বারে ৩৬ হাজার ৩৩৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ২২ হাজার টাকা। মেঘনা কনডেন্সড মিল্ক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৩ শতাংশ বা ১ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬২ বারে ২২ হাজার ১৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৩ লাখ ৮৮ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছেÑ ইমাম বাটন, প্রিমিয়ার ব্যাংক, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, জুট স্পিনার্স, মোজাফ্ফর হোসাইন স্পিনিং ও তাল্লু স্পিনিং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪১৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে ১৯ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
×