ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু ॥ চলতি মাসেই বসছে আরও স্প্যান

প্রকাশিত: ১১:১৩, ৭ মার্চ ২০১৯

পদ্মা সেতু ॥ চলতি মাসেই বসছে আরও স্প্যান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। এ মাসেই উঠছে অন্তত আরও একটি স্প্যান। এমনকি ২টি স্প্যানও বসতে পারে সেতুর ওপর। আগামী ২০ মার্চকে টার্গেট করে চলছে ৯ম স্প্যান বসানোর প্রস্তুতি। লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে এখন চলছে নবম স্প্যানে রং করাসহ অনুষঙ্গিক কাজ। এর পূর্বে গত ২০ ফেব্রুয়ারি জাজিরা প্রান্তে পদ্মা সেতুর অষ্টম স্প্যান ও মাওয়া প্রান্তের একটি স্প্যান বসানোসহ সেতুটি মোট ১২ মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুর এক দায়িত্বশীল প্রকৌশলী জানান, সেতুর সব খুঁটির নক্সা সম্পন্ন হওয়ায় এখন সেতুটি দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেয়া হয়েছে। তারা যাতে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেন। সবকিছু মিলিয়ে সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে ২০২০ সালে এটি প্রায় চূড়ান্ত। কেউ কেউ সেতু দিয়ে যানবাহন পারাপার ’২০ সালের জুনের কথা বলছেন।
×