ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা কাদেরের সঙ্গে খালেদার তুলনা লজ্জাজনক ॥ হানিফ

প্রকাশিত: ১১:১১, ৭ মার্চ ২০১৯

বীর মুক্তিযোদ্ধা কাদেরের সঙ্গে খালেদার তুলনা লজ্জাজনক ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। তিনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে পাকিস্তানের পক্ষাবলম্বনকারী। তাই বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরের সঙ্গে একজন দ-িত কয়েদি খালেদা জিয়ার তুলনা করা দুঃখজনক ও লজ্জাজনক। বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন। ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলেও খালেদা জিয়াকে কেন দেশেই চিকিৎসা দেয়া হচ্ছে- বিএনপি নেতাদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দুজনের চিকিৎসার তুলনা হয় না। এটা ঠিকও নয়। কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ নিশ্চিত করবেন। তার চিকিৎসা সরকার কিংবা কোন রাজনৈতিক দলের বিষয় নয়। হানিফ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রথমদিকে দেশেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যখন তার অবস্থা সংকটাপন্ন তখন তাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিকই আছে। তিনি ভাল আছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতেও জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। জনগণ তাদের বিরুদ্ধে ছিল। এখন ক্ষমতায় না থাকা অবস্থায়ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দেউলিয়া হয়ে গেছে। এই দেউলিয়া রাজনৈতিক দল বিএনপির কর্মসূচি ও কর্মকা- নিয়ে জনগণ এখন আর ভাবে না। তারা সন্ত্রাসী ও দুর্নীতিবাজ দল। মানববন্ধনসহ যেসব কর্মসূচী তারা পালন করে যাচ্ছে, এতে কোন ফলপ্রসূ ফলাফল আসবে না। গণফোরামের দুই সংসদ সদস্যের শপথ নেয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, জনগণ ভোট দিয়েছে সংসদে এসে তাদের পক্ষে কথা বলার জন্য। তাই তাদের শপথগ্রহণের সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। এই দুই সংসদ সদস্যের মতো বিএনপির নির্বাচিতদেরও সংসদে এসে শপথ নেয়ার আহ্বান জানান তিনি। এই সংবাদ সম্মেলন চলাকালে সিঙ্গাপুরে চিকিৎসারত ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ আবু নাসের রিজভী ফোন করেন মাহবুব-উল আলম হানিফকে। এরপর হানিফ জানান, সিঙ্গাপুর থেকে খবর এসেছে দলের সাধারণ সম্পাদকের শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। যেভাবে তাঁর শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। এরপর তাঁর বাইপাস সার্জারি করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দেশবাসী ও নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন বলেও আমরা আশা করছি।
×