ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় রবীন্দ্রসঙ্গীত পরিষদের বার্ষিক সম্মেলন কাল

প্রকাশিত: ১১:০৯, ৭ মার্চ ২০১৯

জাতীয় রবীন্দ্রসঙ্গীত পরিষদের বার্ষিক সম্মেলন কাল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অষ্টাত্রিংশ বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে এদিন সকাল সাড়ে ৯টায় তিনদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন হয় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত মিলনায়তনে বুধবার দুপুরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি মিতা হক, আমিনুল হক বাবুল, মঈনুদ্দিন নাজির ও লিলি ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম এবং সম্পাদকম-লির সদস্য শর্মীলা বন্দ্যোপাধ্যায়। এতে জানানো হয়, এবারের আয়োজনে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি ড.সন্জীদা খাতুন। বোধন সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। পরে প্রদীপ প্রজ্বালন ও আশীর্বাণীতে তিনদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন ড. মুহম্মদ জাফর ইকবাল। অধিবেশনের প্রথমপর্ব শেষে থাকবে সঙ্গীতানুষ্ঠান। জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার কিশোর বিভাগের চূড়ান্তপর্ব বেলা আড়াইটায়, সাধারণ বিভাগের ৯ মার্চ সকাল সাড়ে ৯টায়। তিনদিনেরই সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। সম্মেলনের দ্বিতীয়দিন বিকাল ৫টায় সেমিনার। বিষয় রবীন্দ্রনাথের গানের ‘সজীব মূর্তি’। প্রবন্ধ রচনা করেছেন ড. অসীম দত্ত। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি সন্জীদা খাতুন। প্রবন্ধের ওপর আলোচনা করবেন অধ্যাপক আ ব ম নূরুল আনোয়ার ও লাইসা আহমদ লিসা। তিনদিনজুড়েই থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রদর্শনী ও পরিষদের শাখাগুলোর এ যাবতকাল পরিচালিত কার্যক্রমের ওপর উপস্থাপনা।
×