ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেমিক্যাল মজুদ লাইসেন্স একক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করার সুপারিশ

প্রকাশিত: ১১:০৬, ৭ মার্চ ২০১৯

কেমিক্যাল মজুদ লাইসেন্স একক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করার সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ রাসায়নিক মজুদে একাধিক সংস্থার লাইসেন্স প্রদানের প্রথা রহিত করে একক কোন কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করার সুপারিশ করেছে বিস্ফোরক পরিদফতর। বুধবার জ্বালানি বিভাগে জমা দেয়া চুড়িহাট্টা ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনে পরিদফতর এই সুপারিশ করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সুগন্ধি থেকে তৈরি ‘বিস্ফোরক মিশ্রণ’ অগ্নিস্ফুলিঙ্গের সংস্পর্শে এসে আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিকে বুধবার শিল্প মন্ত্রণালয় পৃথক তদন্ত প্রতিবেদনে অগ্নিকা-ের কারণ হিসেবে রাসায়নিক মজুদকে দায়ি করেছে। উভয় তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে মানুষ আগুন থেকে বাঁচতে আশপাশের দোকানে প্রবেশ করে সাটার বন্ধ করে দেয়ার পর শ^াস নেয়ার মতো প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে বেশির ভাগ মানুষের মৃত্যু ঘটে। শিল্প মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেন্টার, সিটি কর্পোরেশন এবং বিস্ফোরক পরিদফতর রাসায়নিক আমাদানি, মজুদ বিক্রির ক্ষেত্রে পৃথক পৃথক অনুমতি এবং ছাড়পত্র প্রদান করে। কিন্তু এসব সংস্থা এবং মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় না থাকায় রাসায়নিক এর মজুদ প্রাণঘাতী হয়ে উঠছে। পরিদফতর সুপারিশে বলছে, রাসায়নিক মজুদের জন্য যে লাইসেন্স প্রদান করা হয় সেগুলোর ক্ষেত্রেও সংশ্লিষ্টদের আরও সতর্ক হতে হবে। জানতে চাইলে প্রধান বিস্ফোরক পরিদর্শক সামসুল আলম জনকণ্ঠকে বলেন, আমরা মনে করছি রাসায়নিক থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে এজন্য আমরা সুনির্দিষ্ট সুপারিশ করেছি।
×