ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রীন বাজেট প্রণয়নে এক হাজার ৩৯৮ কোটি টাকা বরাদ্দের সুপারিশ

প্রকাশিত: ১০:৫৯, ৭ মার্চ ২০১৯

গ্রীন বাজেট প্রণয়নে এক হাজার ৩৯৮ কোটি টাকা বরাদ্দের সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ পরিবেশ সুরক্ষায় গ্রীন বাজেট প্রণয়নের জন্য আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেট থেকে এই খাতে এক হাজার ৩৯৮ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে দফতর ও অধিদফতরসমূহের প্রস্তাবনা নিয়ে আলোচনা শেষে এই সুপারিশ করা হয়। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটি সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাবউদ্দিন, জাফর আলম ও রেজাউল করিম বাবলু এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×