ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন বিশ্ব গড়তে নারী-পুরুষ সবাইকে কাজ করতে হবে ॥ চুমকি

প্রকাশিত: ১০:৫৬, ৭ মার্চ ২০১৯

নতুন বিশ্ব গড়তে নারী-পুরুষ সবাইকে কাজ করতে হবে ॥ চুমকি

স্টাফ রিপোর্টার ॥ নারী উন্নয়ন মানে পুরুষের পিছিয়ে যাওয়া নয়। নারীর উন্নয়ন হলে দেশ ও জাতির উন্নয়ন হবে। উন্নয়নের রূপকল্প ২০৪১ সফল হবে। তাই দেশকে আরও এগিয়ে নিতে নারী-পুরুষকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে সরকারী প্রতিষ্ঠান ও বেসরকারী সংগঠনের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। নারী ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী চুমকি আরও বলেন, নতুন বিশ্ব গড়তে হলে নারী-পুরুষকে এক হয়ে কাজ করতে হবে। এককভাবে সেটি করা সম্ভব নয়। নারীরা আপনাদেরই কারও স্ত্রী, মা, বোন ও সন্তান। তাদের এগিয়ে নেয়া মানে আপনাদেরই এগিয়ে যাওয়া। নারীদের সঙ্গে নিয়ে দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
×