ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়বাংলা কনসার্ট আজ

প্রকাশিত: ১০:৫৬, ৭ মার্চ ২০১৯

জয়বাংলা কনসার্ট আজ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে উদীপ্ত করতে আজ ৭ মার্চ পঞ্চমবারের মতো হতে যাচ্ছে কাক্সিক্ষত ‘জয় বাংলা কনসার্ট’। প্রতিবারের মতো এবারও স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ৮ ব্যান্ড দল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিকাল রিপ্রেজেন্টেশনও থাকছে কনসার্টে। সেন্টার অব রিসার্চ এ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টে যোগ দিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ৩০ হাজারেও বেশি তরুণ-তরুণী। সিআরআই’র কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, এবারের কনসার্টে নতুন ব্যান্ড দল হিসেবে যোগ দিচ্ছে বে অব বেঙ্গল। এ ছাড়াও থাকছে শূন্য, আরবোভাইরাস, চিরকুট, আর্টসেল, নেমেসিস, লালন ও ক্রিপটিক ফেইট। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন। ২০১৫ সাল থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ইয়াং বাংলা আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট। শুধু তরুণরা নয়, দেশের সকল স্তরের মানুষের কাছেই কনসার্টটি সমাদৃত।
×