ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারা পৃথিবীতেই নারী একই ধরনের বৈষম্যের শিকার ॥ দীপু মনি

প্রকাশিত: ১০:৫৬, ৭ মার্চ ২০১৯

সারা পৃথিবীতেই নারী একই ধরনের বৈষম্যের শিকার ॥ দীপু মনি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সারা পৃথিবীতেই নারীরা একই ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। এই প্রতিবন্ধকতার প্রশ্নে মৌলবাদ, সন্ত্রাসবাদ সবচেয়ে বড় বাধা। মৌলবাদ ও নারীর সমতা একসঙ্গে চলতে পারে না। এছাড়া ভাষা ও ধর্মীয় অনুশাসনের ভুল ব্যাখ্যার প্রভাব অনেক বেশি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত জেন্ডার ফেস্ট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এসব কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, বিভাগের চেয়ারপার্সন ড. সানজীদা আখতার, বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম উপস্থিত ছিলেন। দুদিনের জেন্ডার ফেস্ট উৎসবে বইমেলা, পোস্টার প্রদর্শনী, গান ও আলোচনাসহ নানা কর্মসূচীতে আয়োজন করা হয়। সকালে খুলনার গানের দল রূপান্তরের লৈঙ্গিক সমতার গুরুত্ব বিষয়ক গান দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর এসডিজির লক্ষ্য অর্জনে লিঙ্গভিত্তিক নিপীড়ন এবং চ্যালেঞ্জ নিয়ে বিতর্ক হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের আয়শা খানম।
×