ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেট সেনানিবাসে নবগঠিত ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান

প্রকাশিত: ০৯:৩৯, ৭ মার্চ ২০১৯

সিলেট সেনানিবাসে নবগঠিত ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বুধবার সিলেট সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীন নবগঠিত ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইউনিটের পতাকা উত্তোলন করেন তিনি। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নবগঠিত সিলেট সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার আরেক ধাপ এগিয়ে নেয়া হলো। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসর। ইউনিটগুলো হচ্ছে, ১৬১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি, ৪২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১২৬ ব্রিগেড সিগন্যাল কোম্পানি এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তাকে অভ্যর্থনা জানান। এরপর প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আখনুক বিল্লাহর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে। অনুষ্ঠানে সেনাসদস্যের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান বলেন, সবাইকে উর্ধতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে পেশাদারিত্বের কাক্সিক্ষত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ সিলেট সেনানিবাসের সব পদবীর সদস্য উপস্থিত ছিলেন।
×