ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লির জামিন মঞ্জুর

প্রকাশিত: ০৯:৩৭, ৭ মার্চ ২০১৯

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লির জামিন মঞ্জুর

দক্ষিণ কোরিয়ার সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লি মিউং-বেককে বুধবার জামিন দেয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার প্রায় এক বছর পর তিনি জামিন পেলেন। খবর এএফপির। সিইও থেকে দেশের প্রেসিডেন্ট হওয়া এ নেতা ঘুষ গ্রহণ ও আর্থিক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গত অক্টোবরে তাকে ১৫ বছরের কারাদ- দেয়া হয়। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, ৭৭ বছর বয়সী লির শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে সিউলের উচ্চ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। বার্ধক্য এবং ডায়াবেটিস ও ঘুমের জটিলতার কথা উল্লেখ করে গত জানুয়ারি মাসে লি জামিন আবেদন করেন। কয়েকশ’ কোটি ডলারের তহবিল আত্মসাত করায় এবং ঘুষ গ্রহণের বিনিময়ে স্যামসাং ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান লি কুন-হিকে ক্ষমা করে দেয়ায় লিকে দোষী সাব্যস্ত করা হয়। কর ফাঁকি দেয়ার দায়ে হির কারাদ- হয়েছিল।
×