ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

-পান্না কায়সার

সেদিন ৭ই মার্চে সমুদ্রে গর্জন ধ্বনিত হলো

প্রকাশিত: ০৯:৩৫, ৭ মার্চ ২০১৯

সেদিন ৭ই মার্চে সমুদ্রে গর্জন ধ্বনিত হলো

সেদিন ঝড় উঠেছিলো বাংলার বুকে ঝড়ের কাছে মাথা উঁচু রাখতে শিখলাম সেদিন পূর্ব দিগন্তে রক্ত লাল সূর্য উঠেছিলো রক্তে রাঙা সূর্যের গায়ে আগুনের ফুলকি। সেদিন ৭ই মার্চে সমুদ্রে গর্জন ধ্বনিত হলো সমুদ্রের গর্জন রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের যুদ্ধে যাবার প্রস্তুতি ধ্বনিত হলো বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের শব্দে বাতাসের কম্পন থেমে গেলো উদ্ভাস চেতনায় লক্ষ মানুষ নতুন চেতনায় জেগে উঠলো লাল সবুজ পতাকা হাতে বঙ্গবন্ধুকে অভিবাদন!!! তর্জনী তুলে বঙ্গবন্ধু সাহসী হুঙ্কার ছাড়লেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম...স্বাধীনতার সংগ্রাম। আকাশ নেমে পড়লো বঙ্গবন্ধুর পায়ের কাছে বাংলার মাটিতে সাহসী কামান তুলে অভিবাদন জানালো মানুষ সহস্র হাত মুহূর্তে কঠিন প্রতিজ্ঞায় মুষ্টিবদ্ধ হলো এখন-ই যুদ্ধে যাবার তৈরি লক্ষ মানুষ। সেদিন ৭ই মার্চে স্বাধীনতার পতাকায় লক্ষ লক্ষ মানুষের শরীর জড়িয়ে গেলো বঙ্গবন্ধুর ভাষণে নতুন করে বাংলার মুখ দেখেছি সেদিন... অন্তঃসত্ত্বা আমি প্রিয় মানুষকে নিয়ে সেদিন স্বাধীনতার পতাকায় জড়িয়ে গেলাম হায়! স্বাধীনতা আজও তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাই আজও বঙ্গবন্ধুর স্বাধীনতা নিয়ে সামনে এগুচ্ছি ৭ই মার্চ বার বার আসে বাঙালী আলোকিত পথে চলার সাহস পায় বঙ্গবন্ধু নেই আছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শিক চিন্তা মহান নেত্রী শেখ হাসিনার হাত ধরে সামনে ধাবমান কঠিন প্রতিজ্ঞায় বঙ্গবন্ধু তোমাকে অভিবাদন... দেশ দিয়েছো দিয়েছো আদর্শিক মূল্য বোধে বেঁচে থাকার আলোকিত পথ।
×