ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়াহেদ ম্যানশন থেকে আগুনের সূত্রপাত

প্রকাশিত: ১২:৪৩, ৬ মার্চ ২০১৯

ওয়াহেদ ম্যানশন থেকে আগুনের সূত্রপাত

স্টাফ রিপোর্টার ॥ ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল। আগুন ভয়াবহ হয়ে ওঠার জন্য ওই ভবনটির দ্বিতীয় তলায় থাকা দাহ্য প্রসাধনী ও অন্যান্য সামগ্রীর বিপুল মজুদ সহায়ক ভূমিকা রেখেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) তদন্ত প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির বা রেস্তরাঁর গ্যাস সিলিন্ডার নয়, ওয়াহেদ ম্যানশনের দোতলার বৈদ্যুতিক সুইচ অন করার সময় স্ফূলিঙ্গ থেকে বা অসাবধানতাবশত জ্বালানো আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। আইইবির সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ মঙ্গলবার বলেন, আমরা শতভাগ নিশ্চিত এটা কেমিক্যাল থেকে সৃষ্টি হয়েছে, অন্য কিছু না। অন্য কিছু হলে নিচে থেকে আগুন আসত। নিচে ট্রান্সফরমার বিস্ফোরণ বা সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সবকিছুই ঠিক ছিল। প্রতিবেদন তৈরি করে গত ২ মার্চ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে বলে আইইবির সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ জানান। আইইবির তদন্ত কমিটির আহ্বায়ক মোঃ নুরুল হুদা বলেন, তারা পরিদর্শনের সময় কয়েকটি বিষয় মাথায় রেখেছিলেন, কিন্তু ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই বিস্ফোরণের পক্ষে প্রমাণ পেয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকা-ে যে পাঁচটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ওয়াহেদ ম্যানশনের। ওই অগ্নিকা-ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে, আহত হয়েছেন অর্ধ শতাধিক।
×