ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইঁদুর উদ্ধারে ৮ জন

প্রকাশিত: ১০:৪৯, ৬ মার্চ ২০১৯

ইঁদুর উদ্ধারে ৮ জন

আট স্বেচ্ছাসেবক মিলে উদ্ধার করেছে সুয়্যারেজ লাইনের ম্যানহোলে আটকে যাওয়া একটি ইঁদুরকে। শরীরের অতিরিক্ত মেদের কারণে ম্যানহোলের ঢাকনার মুখে থাকা ছিদ্রে আটকে যায় ইঁদুরটি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে জার্মানির বেনশেম শহরে। শহরের একটি সড়কে থাকা সুয়্যারেজ লাইনের ম্যানহোলের ঢাকনায় আটকে যায় ইঁদুরটি। শরীরের অতিরিক্ত মেদের কারণে ইঁদুরটির নিম্নাংশ আটকে যায় ঢাকনার সঙ্গে। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিস এবং রেইন নেকার ও এনিম্যাল রেসকিউ নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবক কর্মীরা ইঁদুরটিকে উদ্ধার করে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ২৫ মিনিট দীর্ঘ উদ্ধার অভিযানের পর কোন ধরনের আঘাত ছাড়াই উদ্ধার করা যায় ইঁদুরটিকে। পরবর্তীতে সেটিকে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেয়া হয়। এদিকে ইঁদুরটির এমন উদ্ধার অভিযান ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদ্ধারকর্মীদের প্রশংসায় ভাসিয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অনেক নেটিজেনরাই। -ইয়াহু নিউজ
×