ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নটর ডেম, হলিক্রস সেন্ট জোসেফে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি

প্রকাশিত: ১০:৩৭, ৬ মার্চ ২০১৯

নটর ডেম, হলিক্রস সেন্ট জোসেফে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ একাদশ শ্রেণীতে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল নামী প্রতিষ্ঠান নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ এবং সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। নতুন শিক্ষাবর্ষে খ্রীস্টান মিশনারি পরিচালিত এ তিন কলেজ নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করতে পারবেন বলে আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলোর পক্ষ থেকে আবেদনের পর ঢাকা শিক্ষা বোর্ডের চিঠির প্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল হক জনকণ্ঠকে জানিয়েছেন, কলেজগুলোর পক্ষ থেকে আমাদের কাছে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির অনুমতি চাওয়া হয়েছিল। এরপর আমরা বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। তার প্রেক্ষিতেই মন্ত্রণালয় খ্রিস্টান মিশনারি পরিচালিত কলেজ তিনটিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে চিঠিও দেয়া হয়েছে।
×