ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুরে কালী প্রতিমা ভাংচুরের ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি

প্রকাশিত: ১০:৩৫, ৬ মার্চ ২০১৯

মিরপুরে কালী প্রতিমা ভাংচুরের ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ মিরপুর কেন্দ্রীয় মন্দিরের কালী প্রতিমা ভাংচুর এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রী প্রিয়া সাহার বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। ওই দু’টি ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেছেন তারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে পরিষদের নেতৃবৃন্দ এ দাবি জানান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানাদাশ গুপ্ত, প্রেসিডিয়াম সদস্য নির্মল রোজারিও, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত ও জয়ন্তী রায়, যুগ্ম- সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল ও নির্মল চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিখিল মানখিন প্রমুখ। সংখ্যালঘুদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত সরকারকে আহ্বান করে বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেই হবে না, বাস্তবায়ন করে দেখাতে হবে। ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার যে কোন ধরনের নোংরা খেলা রুখে দিতে সরকারের জিরো টলারেন্স অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চাই।
×