ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৪৮ ঘণ্টা আগে বিএনপি কেন পালাল ॥ নাসিম

প্রকাশিত: ১০:৩৪, ৬ মার্চ ২০১৯

৪৮ ঘণ্টা আগে বিএনপি কেন পালাল ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিয়ে জেনেশুনে ভুল করছেন। তারা শপথ নিয়ে সংসদে যোগ দিলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। আর সংসদে তারা সব বিষয়ে কথা বলতে পারবেন, কোন বাধা দেয়া হবে না। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। প্রয়াত জননেতা ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম বলেন, প্রেসক্লাবে বক্তব্য আর ব্রিফিং করে বিএনপির কোন লাভ হবে না। বরং সংসদে এলে তাদের সহযোগিতা করা হবে। প্রেসক্লাবে বক্তব্য দান ও পার্টি অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে বিএনপিকে বাঁচানো যাবে না। এখন তাদের সামনে একটা পথ আছে, তাদের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে এসে কথা বলা। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া। সুরঞ্জিত সেনগুপ্তের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের জন্ম হয়েছিল সংসদে বক্তব্য রাখার মধ্য দিয়ে। নাসিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বিএনপি কেন মাঠ থেকে পালিয়ে গিয়েছিলÑ তা এখনও রহস্যাবৃত। ড. কামাল হোসেনের সঙ্গে জোট করাসহ সব প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা কী কারণে মাঠ ছেড়ে পালাল? মাঠ থেকে পালিয়ে আবার বলল মাঠে থাকতে দেয়া হয়নি। তবে তাদের এই অযৌক্তিক বক্তব্য জনগণ বিশ্বাস করেনি। আওয়ামী লীগ বিরোধী থেকে শক্তি সঞ্চয় করতে করতেই ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল। এ থেকে তাদের শিক্ষা নেয়া উচিত। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিরোধী দলবিহীন রাজনীতি আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ চায় সংসদ ও রাজপথে বিরোধী দল থাকুক। সরকারের ভুলত্রুটি থাকতে পারে। শক্তিশালী বিরোধী দল থাকলে তা ধরিয়ে দিতে পারবে। ঐক্যফ্রন্ট থেকে যারা নির্বাচনে বিজয়ী হলেন, তারা আটজন হোক, ১০ জন হোক- সংসদে আসুন। তারা এলে তো সরকার সবসময় আতঙ্কে থাকবে। স্মরণসভা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোজাফফর হোসেন পল্টু, এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আমিনুল ইসলাম আমিন, এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ রায়, আয়োজক সংগঠনের নেতা অরুন সরকার রানা প্রমুখ। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
×