ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় ॥ গণিত;###;মোঃ বিল্লাল হোসেন

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১২:০৮, ৫ মার্চ ২০১৯

নবম শ্রেণির পড়াশোনা

সিন্হা হাই স্কুল এন্ড কলেজ সোনারগাঁ, নারায়নগঞ্জ গড়নরষব: ০১৯১৪-৭৫২০২৯ অনু : ১ ॥ বহু নির্বাচনী সমস্যা ও সমাধান সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আজ গণিত বিষয়ে অনু: ১ এর বহুনির্বাচনী এর সমস্যা এবং সমাধান করব। ১। শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলে? ক) স্বাভাবিক সংখ্যা খ) ঋণাত্মক সংখ্যা গ) ধনাত্মক সংখ্যা ঘ) অঋণাত্মক সংখ্যা ২। ১, ২, ৩, ৪, ৫, ৬... ইত্যাদি সংখ্যাগুলোকে কি বলে? ক) পূর্ণসংখ্যা খ) অমূলদ সংখ্যা গ) ধনাত্মক অখ- সংখ্যা ঘ) ঋণাত্মক সংখ্যা ৩। ৩/৪ সংখ্যাটি নিচের কোনটি? ক) স্বাভাবিক সংখ্যা খ) অমূলদ সংখ্যা গ) মূলদ সংখ্যা ঘ) পূর্ণ সংখ্যা ৪। শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে? ক) ধনাত্মক সংখ্যা খ) পূর্ণসংখ্যা গ) অঋণাত্মক সংখ্যা ঘ) স্বাভাবিক সংখ্যা ৫। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? ক) ১.০৭ খ) ০.৯ গ) ১.০১ ঘ) ১.২ ৬। ১/ ৬ কে অবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? ক) ০.১৬ খ) ০.১৬ গ) ০.১৬ ঘ) ০.১৬ ৭। র স্বাভাবিক সংখ্যা একটি মূলদ সংখ্যা রর প্রত্যেক পূর্ণ সংখ্যাই একটি মূলদ সংখ্যা ররর সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা নয়। উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক) র, রর, ররর খ) রর, ররর গ) র, রর, ঘ) র, ররর ৮। র প্রকৃত সংখ্যা ভগ্নাংশ মুলদ সংখ্যা রর অসীম দশমিক অমূলদ সংখ্যা ররর আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক মূলদ সংখ্যা উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর গ) র, রর, ররর ঘ) রর, ররর ৯। নিচের কোনটি মূলদ সংখ্যা? ক) ৪ খ) ৫ গ) ৩ ঘ) ২ ১০। (র) সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণসংখ্যা রর. শূন্য একটি স্বাভাবিক সংখ্যা ররর. দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি (ক) র, ররর (খ) রর, ররর (গ) র, রর, ররর (ঘ) র, রর ১১। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৩ হলে সংখ্যাদ্বয় কত? (ক) ৬,৭ (খ) ৪,৫ (গ) ১২। ১/ ২ এবং ২ এর মধ্যে পূর্ণসংখ্যা নিচের কোনটি? (ক) ১ (খ) ০ (গ) ২ (ঘ) ৩ ১৩। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফলÑ র. বিজোড় সংখ্যা রর. ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য ররর. ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য নিচের কানটি সঠিক? (ক) রর, ররর (খ) র, ররর (গ) র, রর. ররর. (ঘ) র, রর ১৪। পূর্ণসংখ্যাকে কয়ভাগে ভাগ করা যায়? (ক) তিন (খ) চার (গ) পাঁচ (ঘ) ছয় উত্তরমালা : ১। গ, ২। গ, ৩। গ, ৪। গ, ৫। গ, ৬। গ, ৭। গ, ৮। গ, ৯। ক, ১০। ক, ১১। ক, ১২। ক, ১৩। ক, ১৪। ক, ১৫। ক
×