ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি খামারিদের রোড শো

প্রকাশিত: ১১:০২, ৫ মার্চ ২০১৯

পোল্ট্রি খামারিদের রোড শো

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে পোল্ট্রি খামারীদের উদ্বুদ্ধকরণে এক রোড শো ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যৌথ উদ্যোগে সোমবার জেলা প্রাণিসম্পদ দফতর থেকে এ রোড শো বের হয়। শহর প্রদক্ষিণ শেষে দফতরের মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তপনেশ্বর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক ডাঃ সুখেন্দু শেখর গায়েন, আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ শশাঙ্ক কুমার ম-ল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ। ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযান রাবি সংবাদদাতা ॥ ‘সবাই মিলে শপথ করি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। সোমবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে উপাচার্য বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আমরা নোংরা জিনিস পছন্দ করি না। তাই আমরা নোংরা করবই না। পরিষ্কার পরিচ্ছন্নতা এটি কোন কঠিন কাজ নয় । নোংরা জিনিস পরিষ্কার করার ছেয়ে নোংরা না করাই ভাল। আমরা যে যার অবস্থান থেকে যদি এগিয়ে আসি তাহলে একদিন গোটা দেশটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।’
×