ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ৮

প্রকাশিত: ১১:০১, ৫ মার্চ ২০১৯

রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ৮

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৪ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আট জন আহত। এসময় একপক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। সোমবার দুপুরে উপজেলার হাটাবো টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাবো আতলাশপুর এলাকার একটি জমি নিয়ে অধ্যাপক মাওলানা সামসুল হকের সঙ্গে একই এলাকার হামিদুল্লাহদের বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে ২০০৮ সালে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন সামসুল হক। পরে আদালত সেই মামলায় ২০১৪ সালে সামসুল হকের পক্ষে রায় দেন। সোমবার দুপুরে আদালতের রায় অনুযায়ী মাওলানা সামসুল হকসহ তার লোকজন বিল্ডিং নির্মাণের লক্ষ্যে জমিটির মাটি পরীক্ষা করছিলেন। এসময় প্রতিপক্ষ হামিদুল্লাহ ও তার লোকজন বাধা প্রদান করলে বাগ্বিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা দুপক্ষই রামদা, চাপাতি, টেটা, বল্লমসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধ্যাপক মাওলানা সামসুল হক, জিলানি, আবু জাফর, জামিলা বেগম, আব্দুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কলাপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ মার্চ ॥ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা আড়াইটায় লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মারা যায় ফয়জুল করিম নামের আট বছরের শিশু। এছাড়া একইদিন বেলা দেড়টায় মহীপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে পুকুরে ডুবে মারা গেছে আড়াই বছরের কন্যা শিশু সারা মনি। সে রাসেল প্যাদার মেয়ে। আর ফয়জুল করিমের বাবার নাম রাজ্জাক মুসল্লি। সবার অগোচরে শিশু দুটি খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। অচেতন অবস্থায় কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×