ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উপজেলা নির্বাচন নিয়ে বাসাইলে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ১১:০১, ৫ মার্চ ২০১৯

উপজেলা নির্বাচন নিয়ে বাসাইলে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ মার্চ ॥ বাসাইলে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম মনোনয়নপত্র জমা দেয়ার সময় উভয়পক্ষই মিছিল বের করে। মিছিলকে কেন্দ্র করে দুগ্রুপের কর্মীসমর্থকরা লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বাসাইল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ ফার্নিচার ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউস। ডিমলায় অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অপহরণের প্রায় দুই মাস পর ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশ। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আটক যুবক কার্তিক দাসকে (৩০) সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতের অনুমতি সাপেক্ষে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়। জানা যায়, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও ঝুনাগাছ চাপানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমি আক্তার। তাকে চলতি বছরের ৭ জানুয়ারি বিকেলে স্কুল হতে বাড়ি ফেরার সময় চার যুবক অপহরণ করে নিয়ে যায়। অভিযোগ উঠে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পুরান কাচারীপাড়া মহল্লার নির্মল দাসের ছেলে কার্তিক দাসসহ তার সঙ্গীয় ৩জন এই অপহরণের সঙ্গে জড়িত। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করে।
×