ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এরশাদ ভুল চিকিৎসায় অসুস্থ হয়ে পড়েছিলেন

প্রকাশিত: ১১:০০, ৫ মার্চ ২০১৯

এরশাদ ভুল চিকিৎসায় অসুস্থ হয়ে পড়েছিলেন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ মার্চ ॥ বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, বিএনপি মিডিয়ায় কথা বলছে। তবে আমার মনে হয় তারা সংসদে এসে যদি তাদের কথা তুলে ধরতো তবে তা আরও বেশি গ্রহণযোগ্য হতো। কারণ বাংলাদেশ টেলিভিশন এটি সরাসরি সম্প্রচার, করে সংসদের কথা দেশের প্রত্যেক প্রান্তে ছড়িয়ে দেয়। তাই সংসদে কথা বললে তারা আরও বেশি রাজনৈতিকভাবে দূরদর্শিতার পরিচয় দিত। এখন তাদের অভ্যন্তরীণ কি সমস্যা আছে আমি সেটা জানি না। বিরোধীদলীয় চীফ হুইপ বলেন, ভুল ডায়াগনোসিসের কারণে জাপা চেয়ারম্যান এরশাদের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভারে সমস্যা হয়েছিল। সিঙ্গাপুরে তাকে চিকিৎসকরা বলেছেন যে ওষুধ তাকে সেবনের জন্য দেয়া হয়েছিল তা ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। ওনার ক্যান্সার হয়নি। তাই লিভারে সমস্যার পাশাপাশি তার শারীরিক শক্তি কমে গিয়েছিল। সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর তিনি অনেকটা সুস্থ হয়েছেন। তার ভুল চিকিৎসার জন্য দোষ বাংলাদেশের নয় ভারতের। রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে ৪ দিনের ব্যক্তিগত সফরে এসে গণমাধ্যমের সামনে কথা না বললে জাপা মহাসচিব রাঙ্গা নগরীর গ্রান্ড প্যালেস হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি জাতীয় পার্টিকে স্বৈরাচারের দল ও আওয়ামী লীগের ‘বি’ টিম বলে কেন আমরা জানি না। আমরা মনে করি বিএনপি বাংলাদেশে নাই পার্টি। এ সময় রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রাজ্জাকসহ জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোমবার সকালে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার খোঁজ-খবর নেন এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি সদর উপজেলার পালিচড়ায় তার মায়ের নামে প্রতিষ্ঠিত মজিদা খাতুন কলেজের নির্মাণাধীন অডিটোরিয়াম ও একাডেমিক ভবন পরিদর্শন করেন। দুপুরে তিনি মহানগরীর মাহিগঞ্জ কলেজের প্রধান ফটক উদ্বোধন করেন।
×