ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খাদ্যে ভেজাল রোধে মানববন্ধন

প্রকাশিত: ১০:৫৮, ৫ মার্চ ২০১৯

খাদ্যে ভেজাল রোধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ মার্চ ॥ ‘দাবি মোদের একটাই, ভেজালমুক্ত খাদ্য চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যে ভেজাল প্রতিরোধে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে টিআইবির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এবং স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধনে টিআইবি, স্বজন এবং সনাকের সদস্যরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সনাক জেলা সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সাংবাদিক আফরোজা লুনা, টিআইবির এরিয়া ম্যানেজার মোরশেদ আলম প্রমুখ। মির্জাপুরে পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৪ মার্চ ॥ মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বক্তৃতা করেন। পরে বিজয়ী ও মেধাবী ছাত্রীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
×