ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিকরগাছায় ছাত্রের খুনীকে গ্রেফতার দাবি

প্রকাশিত: ১০:৫৭, ৫ মার্চ ২০১৯

ঝিকরগাছায় ছাত্রের খুনীকে গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত মূল ঘাতক সুজনের গ্রেফতারের দাবিতে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে নিহতের সহপাঠী ও এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঝিকরগাছার গাজিরদরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসার সামনে এই সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ হত্যাকারী সুজনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। সুজন ওই মাদ্রাসার ছাত্র। তার বড়ি মাদ্রাসা লাগোয়া যশোর সদর উপজেলার ছোট মেঘলা গ্রামে। নিহত সোলাইমান শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের জাকির হোসেনের ছেলে ও গাজিরদরগাহ মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। সে ওই মাদ্রাসায় ছাত্রাবাসে থেকে লেখাপড়া করত। শনিবার দুপুরে নিহত সোলাইমানের সঙ্গে সুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোলাইমানকে সুজন আঘাত করে। এসময় সোলাইমান দৌঁড়ে তার রুমে চলে যায়। ঘাতক সুজনও রুমের ভেতর ঢুকে মারপিট করলে সোলাইমান মাটিতে লুটিয়ে পড়ে। সুজন স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ এগিয়ে আসেনি। অন্য ছাত্ররা তাকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
×