ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরগুনায় পাওনা টাকা চাওয়ায় ইউপি সদস্যের হামলা ॥ আহত ৩

প্রকাশিত: ১০:৫৭, ৫ মার্চ ২০১৯

বরগুনায় পাওনা টাকা চাওয়ায় ইউপি সদস্যের হামলা ॥ আহত ৩

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৪ মার্চ ॥ সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছের কাছে পাওনা টাকা চাইতে গেলে ইউপি সদস্যের সন্ত্রাসীরা ৩ জনকে কুপিয়ে আহত করে। রবিবার রাত আটটার দিকে সুমনার বাড়িতে গিয়ে হামলা চালায় তারা। এর আগে বেলা ১১ টার দিকে ইলিয়াছ মেম্বর নিজেই সুমনাকে মারধর করে বলে অভিযোগ করেন । আহতরা হলেন সাকিবুল ইসলাম জসিমের স্ত্রী গৃহবধূ সুমনা, শাশুড়ি রুনা বেগম ও মামি হেলেনা। আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে সুমনা জানান। হাসপাতালের বেডে শুয়ে সুমনা আহত অবস্থায় সাংবাদিকদের জানান, নির্বাচনে টাকার প্রয়োজনে ইলিয়াছ মেম্বার আমার মায়ের কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন। সেই টাকা আজকাল দেবে বলে ঘুরাতে থাকে ইলিয়াছ। সেই সূত্র ধরে টাকা না দেয়ার জন্য ইলিয়াছ মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী সজিব, সুজন, সাগর, সাইফুল, ইলিয়াছ, রাব্বি, রাকিব, আরিফ ও রিয়াজ মিলে আমার পরিবারের ওপর হামলা চালিয়েছে। এ সময় মেম্বারের ছুরির আঘাতে আমার মাথায় ৫টি সেলাই লেগেছে। আমি প্রশাসনের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
×