ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় মতিন সরকারের সম্পদ জব্দ করতে আদালতের নির্দেশ

প্রকাশিত: ১০:৫৬, ৫ মার্চ ২০১৯

বগুড়ায় মতিন সরকারের সম্পদ জব্দ করতে আদালতের নির্দেশ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বহুল আলোচিত তুফান সরকারের ভাই মতিন সরকারের সম্পদ জব্দের (অবরুদ্ধকরণের) নির্দেশ দিয়েছে আদালত। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। মতিন সরকারের বিরুদ্ধে মাদক, হত্যা ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সম্প্রতি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে মতিন সরকারের সম্পদ জব্দ করার জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে সম্পদ জব্দের নিদের্শ দেন। এই আদেশের ফলে অভিযুক্ত আসামি স্থাবর সম্পদসহ ব্যাংক ও অন্যান্য স্থানে জমাকৃত টাকা স্থানান্তর বা হস্তান্তর করতে পারবে না বলে তিনি জানান। উল্লেখ্য, তুফানকান্ডে আলোচিত তুফান ও মতিন সরকারের অবৈধ সম্পদের বিষয়ে দুদক প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। এর প্রেক্ষিতে দুদক তুফান ও মতিন সরকারের বিরুদ্ধে গতবছরের ৩১ ডিসেম্বর মামলা দায়ের করে। মামলায় বলা হয়, মতিন সরকার তথ্য গোপন ও মিথ্যা ঘোষণা দিয়ে ২ কোটি ২১ লাখ বত্রিশ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূতভাবে অসাধু উপায়ে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৯ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। দুদকের আইনজীবী আরও জানান, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দুদকের তদন্তকারী কর্মকর্তা মতিন সরকারের সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করেন। আদালতে এ বিষয়ে শুনানি হয়। পরে আদালত সম্পদ জব্দ বা অবরুদ্ধকরণের আদেশ দেন। প্রসঙ্গত এক তরুণীকে ধর্ষণ, মা ও মেয়েকে নির্যাতনের ঘটনায় মতিন সরকারের ভাই তুফান সরকারের বিরুদ্ধে ইতোপূর্বে মামলা দায়ের হয়। তুফানকা- হিসেবে ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। তরুণী ও তার মা’কে নির্যাতনের ঘটনার পর মতিন ও তুফান সরকারের মাদকসহ নানা সন্ত্রাসী ঘটনা গণমাধ্যমে ওঠে আসে।
×