ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১০:৫৫, ৫ মার্চ ২০১৯

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি, গ্রাচুইটি প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা সোমবার খালিশপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচীতে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম ও ইস্টার্ন জুট মিলের শ্রমিকরা অংশ নেয়। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নন সিবিএ ঘোষিত কর্মসূচী অনুযায়ী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকন, কাওসার আলী মৃধা, মুরাদ হোসেন, সাহরাব হোসেন, হেমায়েত উদ্দিন আজাদী, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ প্রমুখ। বক্তারা বলেন, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি.এফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিসহ ৯ দফা দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচী পালন করছেন। বক্তারা বলেন, তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন কর্মসূচীর একটি দাবিনামা বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের নেতারা বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজেএমসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম অধিদফতর মহাপরিচালকসহ বিভিন্ন দফতরে পাঠিয়েছে। কিন্তু দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৯ দফা বাস্তবায়নের দাবিতে ইতোপূর্বে ঘোষিত ৭ দিনের আন্দোলন কর্মসূচীর প্রথম দিন সোমবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড নিজস্ব সংবাদদাতা সীতাকুণ্ড থেকে জানান, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে গালফ্রা হাবিব ও হাফিজ জুট মিল শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকাল ১০টায় মহাসড়কে বিক্ষোভ শেষে কারখানা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুদ্ধ সাড়ে তিন শতাধিক শ্রমিকের স্লোগানে মুখরিত হয়ে উঠে কারখানা প্রাঙ্গণ। সমাবেশে বক্তব্য রাখেন, গালফ্রা হাবিব সিবিএ সভাপতি শরিয়ত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফি উল্ল্যাহ, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম পাটোয়ারী, নুরুল আলম, শহিদুল্লা, শহিদুল আলম, শ্যামল কান্তি শর্মা, খোরশেদ আলম, দিদারুল আলম, সাবেক শ্রমিক নেতা আওরঙ্গজেব সাবু, সেলিম উদ্দিন ও দিলিপ কুমার দে প্রমুখ।
×