ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক শ’র আরও কাছে ফেদেরার

প্রকাশিত: ১০:৫৪, ২ মার্চ ২০১৯

 এক শ’র আরও কাছে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছেন রজার ফেদেরার। দারুণ খেলেই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কেটেছেন তিনি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৮/৬) এবং ৬-৪ গেমে পরাজিত করেছেন হাঙ্গেরির মার্টন ফাকসোভিচকে। সুদীর্ঘ ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন রজার ফেদেরার। এই সময়ে সর্বমোট ৯৯টি ডব্লিউটিএ শিরোপা জয়েরও স্বাদ পেয়েছেন সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি। অন্যরকম এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে নেমেছেন তিনি। তার ১০০তম একক শিরোপা জেতার হাতছানি। এই মিশনে সুইস তারকা আছেন সঠিক পথেই। বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতাটির সেমিফাইনাল নিশ্চিত করেন ফেদেরার। এর ফলে রেকর্ড থেকে দুই ধাপ দূরে রয়েছেন ফেড এক্সপ্রেস। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই শততম ট্রফি জয়ের অনন্য নজির গড়বেন তিনি। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরার মার্টন ফাকসোভিচকে হারিয়েছেন ১ ঘণ্টা ৫৭ মিনিট লড়াই করে। পুরুষ এককে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৩৫ নম্বরে থাকা এই হাঙ্গেরিয়ানের বিপক্ষে ভালই পরীক্ষা দিতে হয়েছে ফেদেরারকে। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি লড়বেন ষষ্ঠ বাছাই বোর্না কোরিচের বিপক্ষে। দুবাইয়ের প্রতিযোগিতা জিতলে শিরোপার ‘সেঞ্চুরি’ পূরণ করবেন তিনি। দারুণ এই মাইলফলকে চোখ রেখে সামনে এগিয়ে চলেছেন তিনি। দুবাইয়ের ফাইনাল জিতলে ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০তম শিরোপা জেতার কীর্তি গড়বেন সুইস তারকা। তার আগে শিরোপার ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন কেবল জিমি কনর্স। আমেরিকান কিংবদন্তির শিরোপা সংখ্যা ১০৯। এদিকে রজার ফেদেরারের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত রাফায়েল নাদাল খুব বাজে সময় পার করছেন। মেক্সিকান ওপেনের দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই স্প্যানিয়ার্ড। তাও আবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৭২ নম্বরে থাকা নিক কির্গিওসের কাছে হার মানেন তিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ান তারকা ৩-৬, ৭-৬ (৭/২) এবং ৭-৬ (৮/৬) গেমে পরাজিত করেন রাফায়েল নাদালকে। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ডস্লাম জিতেছেন নাদাল। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও দাপট দেখা গেছে তার। দারুণ খেলেই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে হেরে যান তিনি। তবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেললেও মেক্সিকান ওপেনের দ্বিতীয়পর্ব থেকেই বিদায় নেন নাদাল। তবে ম্যাচ হারলেও প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। স্প্যানিশ টেনিস তারকা ম্যাচশেষে নিক কির্গিওস প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কির্গিওস এমন একজন খেলোয়াড় যার গ্র্যান্ডস্লাম জেতার মতো যথেষ্ট যোগ্যতা রয়েছে। সে এমন খেলোয়াড় যে বিশ্বের শীর্ষসারির খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পারে। কিন্তু তারপরও সে এই অবস্থানে কেন? এর পেছনে অবশ্যই কোন না কোন কারণ রয়েছে। আর সেটা হলো তার ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। আমি মনে করি না সে খুব খারাপ খেলোয়াড়।‘
×