ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিল দলে তরুণ ভিনিসিয়াস

প্রকাশিত: ১০:৫২, ২ মার্চ ২০১৯

 ব্রাজিল দলে তরুণ ভিনিসিয়াস

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবল ইতিহাসের সেরা সাফল্যের দেশ ব্রাজিল। এই দেশটির জাতীয় দলে খেলা চাট্টিখানি কথা নয়। ব্রাজিলের প্রায় প্রতিটি তরুণেরই স্বপ্ন থাকে দেশটির জার্সি গায়ে জড়ানোর। কিন্তু বেশিরভাগেরই স্বপ্নপূরণ হয় না। তবে অনেক তরুণ আছেন যারা নিজেদের পায়ের কারিশমা দেখিয়ে কঠিন কাজকেই সহজে করে দেখান। এমনি এক টগবগে তরুণ ভিনিসিয়াস জুনিয়র। মাত্র ১৮ বছর বয়সে যিনি ডাক পেয়েছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলে। চলতি মাসে দুটি প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ভোরে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ টিটে। তাতে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের নবাগত ফুটবলার ভিনিসিয়াস। আগামী ২৩ মার্চ পানামা ও ২৬ মার্চ চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। স্বাভাবিকভাবেই দলে ডাক পাননি জানুয়ারিতে পায়ে চোট পেয়ে প্রায় আড়াই মাসের জন্য ছিটকে যাওয়া নেইমার। তবে বাদ পড়েছেন তারকা ডিফেন্ডার মার্সেলো। জাতীয় দলের প্রথমবারের মতো ডাক পেয়ে খুব একটা অস্বস্তিতে পড়তে হবে না ভিনিসিয়াস জুনিয়রকে। কেননা রিয়াল মাদ্রিদের তার সতীর্থ কাসেমিরোও আছেন ব্রাজিলের স্কোয়াডে। ভিনিসিয়াস ছাড়াও ব্রাজিল দলে নতুন মুখ এডের মিলিটাও। পোর্তোর হয়ে অভিষেক মৌসুমেই নজর কেড়েছেন এই ডিফেন্ডার। ফর্মের পড়তি দেখা দিলেও বার্সিলোনার মিডফিল্ডার ফিলিফ কুটিনহোর ওপর আস্থা রেখেছেন সেলেসাও কোচ। গত জুলাইয়ে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেয়া ভিনিসিয়াস এরই মধ্যে রিয়ালের নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত দলটির হয়ে ২৬ ম্যাচ খেলে করেছেন চার গোল। প্রতিশ্রুতিশীল এই তরুণকে বেড়ে উঠতে সাহায্য করতে তাকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন টিটে। আর নেইমারের অনুপস্থিতিতে ভাল কিছু করে আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকার দলেও জায়গা করে নেয়ার দাবি জানানোর সুযোগ পাচ্ছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা পিএসজি ডিফেন্ডার দানি আলভেজ দলে ফিরেছেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর ছয় ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে ব্রাজিল। ব্রাজিল দল ॥ গোলরক্ষক- এ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), এভারটন (পালমেইরাস), ডিফেন্ডার- মিরান্ডা (ইন্টার মিলান), থিয়াগো সিলভা (পিএসজি), এডের মিলিটাও (পোর্তো), মারকুইনোস (পিএসজি), দানি আলভেজ (পিএসজি), ডানিলো (ম্যানচেস্টার সিটি), ফিলিপে লুইস (এ্যাটলেটিকো মাদ্রিদ), এ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), মিডফিল্ডার- কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), আর্থার মেলো (বার্সিলোনা), ফাবিনহো (লিভারপুল), এলান (নেপোলি), ফিলিপ কুটিনহো (বার্সিলোনা), ফেলিপে এ্যান্ডারসন (ওয়েস্টহ্যাম), লুকাস পাকুইটা (এসি মিলান), ফরোয়ার্ড- এভারটন (গ্রেমিও), রবার্টো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
×