ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ামিতেও নেই শারাপোভা

প্রকাশিত: ১০:৫২, ২ মার্চ ২০১৯

 মিয়ামিতেও নেই শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ কাঁধের ইনজুরি বেশ ভুগাচ্ছে মারিয়া শারাপোভাকে। মুক্তি পেতে সম্প্রতি ডান কাঁধের সার্জারিও করিয়েছেন তিনি। আর এ জন্য মিয়ামি ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। বুধবার আয়োজক কর্তৃপক্ষই মিয়ামি ওপেনে শারাপোভার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এক টুইট বার্তায় মিয়ামি ওপেনের কর্তৃপক্ষ জানান, ‘আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মারিয়া শারাপোভা এই টুর্নামেন্ট থেকে তার নাম সরিয়ে নিয়েছেন।’ তবে আগামী মৌসুমে যেন শারাপোভা এখানে খেলতে পারেন সে জন্য রাশিয়ান তারকার দ্রুত সুস্থতাও কামনা করেন তারা, ‘আমরা শারাপোভার দ্রুতই সুস্থতা কামনা করছি। আশাকরি ২০২০ সালে এই টুর্নামেন্টে আবারও খেলতে পারবেন তিনি।’ ৩১ বছর বয়সী শারাপোভা নিজেও ডব্লিউটিএ ওয়েবসাইটে তার কাঁধের চোট নিয়ে কথা বলেছেন। এ প্রসঙ্গে পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী এই রাশিয়ান তারকা বলেন, ‘আপনারা অনেকেই জানেন গত গ্রীষ্ম থেকেই আমি কাঁধের চোট নিয়ে বেশ ভুগছি। আমার কাঁধ অনেক শক্তিশালী। যে কারণেই প্রচ- ব্যথা থাকা সত্ত্বেও কোন ধরনের প্রভাব ফেলতে পারেনি। তবে অনেক আলোচনার পর গত সপ্তাহেই আমি ছোট একটা পদক্ষেপ নিয়েছি এই সম্যাসার স্থায়ী সমাধানের জন্য। যে কারণেই সুস্থ হতে কিছুটা সময় লাগবে।’ এই কাঁধের চোটের কারণে গত মাসে ইন্ডিয়াান ওয়েলস মাস্টার্স থেকেও নাম প্রত্যাহারের ঘোষণা দেন শারাপোভা। শুধু তাই নয়, এর আগে তিনি সেন্ট পিটার্সবার্গ ওপেনের মাঝপথেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন। আগামী ৪-১৭ মার্চ ক্যালিফোর্নিয়ায় শুরু হবে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের আসর। আয়োজকদের তরফ থেকে এটাও জানিয়ে দেয়া হয়েছে যে, মাশার জায়গায় টুর্নামেন্টের মূলপর্বে খেলতে দেখা যাবে জার্মানির মোনা বার্থেলকে। গত বছর নির্বাসন থেকে ফিরে আসার পর ফিটনেস নিয়ে ধারাবাহিক সমস্যায় রয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা। যার ফলে একাধিক টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে হয়েছে মারিয়াকে।
×